Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নের ইতিহাস

কুড়িকাহনিয়া ইউনিয়নের ইতিহাস ও নামকরনের স্বার্থকতাঃ

 

বারভূইয়াদের অন্যতম নেতা মহাবীর ঈশাখাঁ ১৫৩৬ খ্রিস্টাব্দে মতান্তরে ১৫৩৭খ্রিস্টাব্দে বিবাড়িয়া জেলারসরাইল উপজেলায় রাজা কালিদাস গজদানী সিংহনামান্তরে সোলায়মান খাঁর পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন। দাম্পত্য জীবনেপ্রথম স্ত্রী সৈয়দা ফাতেমা খাতুন ও দ্বিতীয় স্ত্রীর নাম স্বর্ণময়ী।মহাবরীর ঈশা খাঁর দ্বিতীয় স্ত্রী স্বর্ণময়ী ইতিহাসের সেই চাঁদ সওদাগরেরডিঙি ডুবে ‍যাওয়ার ঘটনার স্বাক্ষী বিজরিত ঐতিহাসিক কালিদহ সাগর পরিদর্শনকরতে এসে পথ ভ্রষ্ট হয়ে গাঢ় পাহাড়ে দিকে চলে আসেন। সেই সময় রাণীর নৌকা বহরএই অঞ্চলের নদীর পারে এক শিমূল গাছের নিচে বিশ্রামের জন্য নোঙর করেন। সেইসময় এলাকার লোকজন রাণী স্বর্ণময়ীকে এক নজর দেখার জন্য ভিড় জমান। সেই থেকেরাণী স্বর্ণময়ীর আগমনকে স্মরনীয় করে রাখতে বর্র্তমান কুড়িকাহনিয়া গ্রামেরনাম করন করা হয়।