Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

কুড়িকাহনিয়া ইউনিয়নের প্রখ্যাত ব্যক্তিত্ব সমূহঃ

 

·       রিয়ার এডমিরাল খোরশেদ আলম(অব:), মাননিয় সচিব, পররাষ্ট্র মন্ত্রনালয় (মেরিটাইম ইউনিট)।

বাংলাদেশ সমুদ্র নিয়ে গবেষনা করা একমাত্র ব্যক্তিত্ব। যার ঐকান্তিকপ্রচেষ্ঠার ফলে বঙ্গোপসাগরের মাঝে আরেকটি বাংলাদেশকে পেয়েছি। বাংলাদেশমায়ানমার সমুদ্র সীমা নির্ধারনী ঐতিহাসিক রায় অর্জনে হিরন্বয় নায়ক তিনি।তিনি আমাদের ইউনিয়নের তথা সারা বাংলাদেশের গর্ব।

·       তাঁরই বড় ভাই জনাবআব্দুল হালিম,সাবেক মহা পরিচালক, উত্তরা ব্যাংক লিমিটেড।

এবং তাঁদের মাতামোছাঃ হালিমা বেগমবাংলাদেশ সরকার কর্তৃক রত্নগর্ভা সম্মানি ভাতা প্রাপ্ত।

·       ডাঃ মোঃ শহীদুল্লাহ,বিভাগীয় প্রধান, প্রাণী সম্পদ বিভাগ ও পরিচালক, জাতীয় চিড়িয়াখানা লিমিটেড।

·       মোঃ শফিকুল ইসলাম লাভলু, এডিসি,  বাংলাদেশ সচিবালায়, ঢাকা।

·       প্রয়াত কে এম ফারুক, সাবেক পরিচালক, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পি ডি বি)।

·       আলহাজ্ব সাইফুল কবির চৌধুরী পনিরবিশিষ্ট শিল্পপতি, ব্যবস্থাপনা পরিচালক, ফেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড।

 

২নং রাণীশিমূল ইউনিয়ন থেকে বাংলাদেশ জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারীঃ

·       জনাব, খন্দকার মোঃ খুররম,দুইবারের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান (উপমন্ত্রীর মর্যাদাসম্পন্ন)। বর্তমানে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) বাংলাদেশ আওয়ামীলীগেরমনোনয়ন প্রার্থী।

·       মরহুম এম এ বারি,সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ঠ্ ব্যবসায়ী ছিলেন। তাঁর ছেলে জনাবমোহসিনুল বারি (রুমী)বাংলাদেশ আওয়ামীলীগের (শ্রীবরদী-ঝিনাইগাতী নির্বাচনী এলাকা) শেরপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী।

আজাদ চেয়ারমঃ

আশরাফ আলী চেয়ারমঃ

সেলিম বাংলাদেশ কৃষি বাংক মঃজার